ভারত কর্তৃক পানি ছেড়ে বাংলাদেশের মানুষকে হত্যা ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল ২২শে আগস্ট বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
এ উপলক্ষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পান্না চত্ত্বর হয়ে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুল আলম চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, আমাদের বিএনপির ভিতরে ঢুকে কিছু ধান্দাবাজ, খোলস পাল্টানো আওয়ামী লীগ বিভ্রান্ত সৃষ্টি করছে। আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা ভারতে গিয়ে ভারতের সরকারের সাথে যোগসাজস করে ফারাক্কা বাধসহ অন্যান্য সকল বাঁধ এক রাতের মধ্যে ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষদের হত্যা করার বাজে পরিকল্পনা কালো নীল নঁকশা করছে। আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ একজন দক্ষ সংগঠক। ফরিদপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে আপাতত দলে তার পদ স্থগিত করা হয়েছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে জোর অনুরোধ করি তাকে তার পদে আবার পুনরায় বহাল রাখা হোক।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com