দৌলতদিয়ায় ঘাটের চাঁদাবাজ শাওন মন্ডলকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

মইনুল হক মৃধা || ২০২৪-০৮-২২ ১৫:০৩:০৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের চাঁদাবাজ শাওন মন্ডলকে দ্রুত গ্রেফতার ও ঘাট এলাকায় সকল ধরণের চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২২শে আগস্ট বেলা ১১টায় দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে জাতীয়তাবাদী দৌলতদিয়া ইউনিয়ন ও ঘাট শ্রমিক দল।

 মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন ও ঘাট শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম।

 এতে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, গোয়ালন্দ  উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কালাম মিয়া, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার মাহমুদ আশিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ছত্রছায়ায় শাওন মন্ডল দৌলতদিয়া ঘাট এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। ঘাটের অসহায় রিক্সা চালকদের কাছ থেকেও সে প্রতিদিন দেড় হাজার টাকা করে চাঁদা আদায় করতো। শেখ হাসিনা সরকারের পতনের পরও তার দৌরাত্ম কমেনি। কয়েকদিন আগে সে অন্যান্য দিনের মতো চাঁদা তুলতে যায়। কিন্তু রিক্সা চালক মিরাজ শেখ তাকে আর চাঁদা দেবেনা বলে রুখে দাঁড়ায়। এ সময় শাওন মন্ডল তাকে বেধরক মারপিট করে গুরুতর জখম করে। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

এ ঘটনায় রিক্সা চালক মিরাজের পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এতে শাওন ও তার লোকজন ক্ষিপ্ত হয়েছে তাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে শাওনের বড়ভাই ফিরোজ শেখ জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com