সম্মেলনের দীর্ঘ দুই বছর পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
এতে উপজেলা কমিটির সভাপতি পদে মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক পদে মোশারফ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সম্পাদক পদে আমজাদ হোসেন ও ডাঃ মোঃ ফরিদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
অপরদিকে পৌর বিএনপির সভাপতি পদে মোঃ আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবর রহমান মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক পদে সহিদুল ইসলাম ও রুবেল শেখকে নির্বাচিত করা হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডঃ লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এডঃ কামরুল ইসলাম যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।
গতকাল ২২শে আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপি এ কমিটি প্রকাশ করে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ জানান তারা বিগত আওয়ামীলীগ সরকার ও প্রশাসনের অনেক বাঁধা-বিপত্তির মধ্যে ২০২২ সালের ২৯শে জুলাই কোনমতে দলের সম্মেলন করতে পেরেছিলেন। এর এক বছর পর ২০২৩ সালের ১৮ই আগস্ট উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কিন্তু বিগত সরকার তাদেরকে কোনরুপ রাজনৈতিক কর্মকান্ড করতে না দেয়ায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে বিলম্ব হয়। তিনি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com