দুর্নীতি ও অপকর্মের অভিযোগে বরাট ইউপির প্যানেল চেয়ারম্যান শাহজাহানের বিচারের দাবীতে মানববন্ধন

শিহাবুর রহমান || ২০২৪-০৮-২৩ ১৪:৫৪:৪৭

image

 দুর্নীতি ও অপকর্মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা হালিম মিয়া ওরফে শাহজাহানের বিচারের দাবীতে গতকাল ২৩শে আগস্ট বিকেলে সদর উপজেলার উড়াকান্দা বাজারে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী।

 মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বরাট ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন দীর্ঘদিন অসুস্থতার কারণে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের দায়িত্বপালন করেন শাহাজাহান। আর এ সুযোগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন তিনি।

 সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শাহজাহান। তবে বিষয়টি বিভিন্নখাতে নেয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে দায়ী করে সাংবাদিকদের কাছে মিথ্যাচার করেন শাহাজাহান। 

 মানববন্ধনে বরাট ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান মন্ডল সুজন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মৃধা, ৫নং ওয়ার্ডের সদস্য আশরাফ আলী খান, ৬নং ওয়ার্ডের সদস্য ইউনুচ সেখ, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম প্রামানিক, বিএনপি নেতা ইউসুফ মোল্লা, ইউনুচ হোসেন টিক্কা, আলীমদ্দিন সেখ, আজিজুল ইসলাম দিরাজ উদ্দিন শেখ ও তরুণ আইনজীবিসহ মহিলা ইউপি সদস্যরা বক্তব্য রাখেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com