বানভাসিদের জন্য ত্রাণ সংগ্রহে বালিয়াকান্দিতে নাটক মঞ্চায়িত

তনু সিকদার সবুজ || ২০২৪-০৮-২৯ ১৬:০০:২৩

image

 দেশের বিভিন্ন জেলায় বানভাসি মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ সংগ্রহ করছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিবেদিত বালিয়াকান্দি’। 

 নানা মাধ্যমে তারা এই কার্যক্রম বাস্তবায়ন করছেন। তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশা ও শ্রেণী পেশার মানুষ।

 গণত্রাণ সংগ্রহ উপলক্ষ্যে গতকাল ২৯শে আগস্ট বিকেলে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজন করা হয় মঞ্চ নাটকের। মঞ্চ নাটকের আগে শিল্পীরা সংগীত পরিবেশন করেন। 

 বানভাসি মানুষের দুঃখ-কষ্টকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন ফরিদপুরের বাংলা থিয়েটারের নাট্যকর্মীরা। আনিসুর রহমানের রচনায় ও মেহেদী মিঠুর নির্দেশনায় মঞ্চায়িত হয় নাটক ‘যত দুর্যোগ তত ঐক্য’। 

 নাটকটিতে অভিনয়ে ছিলেন আনিসুর রহমান, মেহেদী মিঠু, শাহ্ জাহাঙ্গীর, এস এস টুটুল, তন্ময় সরকার, অপূর্ব, সুপর্ণা, মিঠুন, ঊর্মি কুন্ডু, তানিয়া আক্তার, কাবেরি আক্তার ও আজমল।

 নিবেদিত বালিয়াকান্দি সংগঠনটির একাধিক সদস্য বলেন, বন্যার্তদের পাশে রয়েছি আমরা। আমাদের সংগঠনের সদস্যরা বেশ কয়েক দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাছে যাচ্ছে। সাধারণ মানুষও আমাদের আহবানে ব্যাপক সাড়া দিয়েছেন। যাদের কাছেই আমরা গিয়েছি তারা সকলেই তাদের সাধ্য মতে বন্যার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কেউ খালি হাতে আমাদের ফিরিয়ে দেয়নি। এটাই নতুন বাংলাদেশ। আমাদের নিবেদিত বালিয়াকান্দি সংগঠনটি আগামীতেও যেকোন দুর্যোগে কাজ করবে। আমাদের স্বেচ্ছাসেবকরা আর্তমানবতার জন্য কাজ করবে সব অসময়।

 সার্বিক সহযোগিতা করার জন্য সংগঠনটির সদস্যরা বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 বন্যার্তদের জন্য আর্থিক সহযোগিতা নিয়ে আসেন বিভিন্ন পেশার মানুষ ও প্রতিষ্ঠান। তাদেরই একজন কাজী হুমায়ূন। পেশায় তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আল্লাহ্-তায়ালা আমাদের কতটা নিরাপদে রেখেছেন। অথচ ফেনীসহ অনেক জেলা এখনো পানিতে নিমজ্জিত। তারা আমাদের স্বজন, আমাদের ভাই। ভাইয়ের বিপদে ভাই-ই তো এগিয়ে যাবে। তাই আমি সাধ্য মতো কিছুটা সহযোগিতা করলাম। নিবেদিত বালিয়াকান্দির স্বেচ্ছাসেবকরা যেভাবে পরিশ্রম করছে আল্লাহ নিশ্চয় সবাইকে মঙ্গল করবেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com