রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম কলেজে অব্যাহত রয়েছে সাপ্তাহিক সহ-শিক্ষা কার্যক্রম। শিক্ষার মান উন্নয়নে সপ্তাহের শেষে প্রতি বৃহস্পতিবার প্রতিটি ক্লাসে চলে এই শিক্ষা কার্যক্রম।
গতকাল ২৯শে আগস্ট দুপুরে কলেজে গিয়ে দেখা যায় অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এবিএম আলমগীর হোসেন অন্যান্য শিক্ষকমন্ডলীদের নিয়ে শ্রেণী কক্ষে সাধারণ জ্ঞান, সংগীত, কবিতা আবৃতি ও নৃত্য বিষয়ক ক্লাস নিচ্ছেন।
সহ-শিক্ষা ক্লাস শেষে অফিস কক্ষে আলাপকালে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এবিএম আলমগীর হোসেন বলেন, সপ্তাহের একটি দিন বৃহস্পতিবার আমরা সহ-শিক্ষা ক্লাস নিয়ে থাকি। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে আমাদের কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে অনেক পুরস্কার প্রাপ্ত হয়। তারই ধারাবাহিকতা রক্ষায় ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের এই কার্যক্রম। আশা করছি আগামীতে উপজেলা থেকে জেলা পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজয় অর্জন করবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com