দৌলতদিয়ায় বিএনপির ত্রাণ সংগ্রহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৪-০৮-২৯ ১৬:০১:৪১

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল ২৯শে আগস্ট বিকেলে দৌলতদিয়া বাস টার্মিনালে ত্রাণ সংগ্রহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ। 

 এতে প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এবং বিশেষ উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, মোঃ মোক্তার হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন অতিথি ছিলেন। 

 সভায় অন্যান্যে মধ্যে গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জান কামরুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার ও উপজেলা বিএনপির সদস্য আফজাল বেপারী উপস্থিত ছিলেন।

 সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম।

 সভায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com