রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের উন্নয়ন কাজের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক সহযোগিতায় করেন প্রবাসী নাসিরুল ইসলাম বাবু।
গতকাল ২৯শে আগস্ট সকালে মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামানিকের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেন প্রবাসী নাসিরুল ইসলাম বাবু।
এ সময় প্রবাসী নাসিরুল ইসলাম বাবু বলেন, মদাপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের দুর্নীতি ও অবহেলার কারণে পরিষদের উন্নয়ন ও অগ্রগতি থেমে ছিল। বিভিন্ন অনিয়মের কারণে রাস্তাঘাট জরাজীর্ণ হয়ে আছে। বৃষ্টিতে গ্রামের বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলোতে ইটের সলিং করলেও কিছুটা জনদুর্ভোগ কমবে। এছাড়াও তিনি এলাকার উন্নয়ন কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় মদাপুর ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম, সমাজসেবক মেহেরুল ইসলাম, ঠিকাদার আলম হোসেন রেজা, পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com