পাংশায় আরইআরএমপি-৩ প্রকল্পের কর্মীদের মাঝে ১ কোটি ১৭ লক্ষাধিক টাকার সঞ্চয়ের চেক বিতরণ

মোক্তার হোসেন || ২০২৪-০৮-২৯ ১৬:০৩:০৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ২৯শে আগস্ট সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের কর্মীদের মাঝে সনদপত্র ও সঞ্চয়ী অর্থ ফেরত প্রদান করা হয়েছে।

 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাংশার আয়োজনে পাংশা উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সামছুজ্জামান।

 অনুষ্ঠানে পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের অত্র প্রকল্পের ১শ’ জন কর্মীর মাঝে মেয়াদ শেষে সনদপত্র ও মোট ১ কোটি ১৭ লাখ ৩৬ হাজার ৭২৩ টাকার সঞ্চয়ী অর্থের চেক প্রদান করা হয়।

 প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার(সিও) মোঃ আঃ মোত্তালেব হোসেনসহ পাংশার এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সভায় উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com