পাংশায় মৎস্য দপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

মোক্তার হোসেন || ২০২৪-০৮-২৯ ১৬:০৪:১৭

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ২৯শে আগস্ট সকালে রাজস্ব খাতের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

 পাংশা উপজেলা পরিষদ পুকুরে পেনামাছ অবমুক্ত করে কর্মসূিচর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। উপজেলার ১৫টি জলাশয়ে মোট ৪শ’ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

 এ সময় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, ক্ষেত্র সহকারী মোঃ রাশেদুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com