নূরে আলম সিদ্দিকী হক পুনরায় বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার || ২০২০-১০-১৯ ১৪:২০:২০

image

 বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ১৯শে অক্টোবর দলের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির অনুমোদন দিয়েছেন। 

  অনুমোদিত কমিটিতে কৃষিবিদ সমীর চন্দ সভাপতি, এডঃ উম্মে কুলসুম স্মৃতি সাধারণ সম্পাদক, এছাড়াও ১৬জন সহ-সভাপতি, ৩জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ৭জন সাংগঠনিক সম্পাদক, ২৪জন বিষয়ভিত্তিক সম্পাদক ও ১০জন সহ-সম্পাদক এবং ৪৯জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। 

  সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক পুনরায় সাংগঠনিক সম্পাদক(৬নং) নির্বাচিত হয়েছেন। 

  গতকাল ১৯শে অক্টোবর বাংলাদেশ কৃষক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের প্যাডে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত ‘অনুমোদন পত্রে’ উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫(৭) ধারা মোতাবেক বাংলাদেশ কৃষক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে বাংলাদেশ কৃষক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। আশা করি, এই কমিটির নবনির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব-স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ কৃষক লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিণত করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র-শোষণ-বঞ্চনা ও দুর্নীতি মুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ করতে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। 

  উল্লেখ্য, সদ্য ঘোষিত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক রাজবাড়ী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক। তিনি কালুখালী উপজেলার মৃগী ইউপির শিকজান গ্রামের বাসিন্দা।                  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com