কালুখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কোরবান শেখের দোয়া অনুষ্ঠান

মোখলেছুর রহমান || ২০২৪-০৮-৩০ ১৪:৫৭:৫৮

image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে গুলিতে নিহত রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কোরবান শেখের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ৩০শে আগস্ট বিকেল ৫টায় বিশ্বাস পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে রতনদিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন এডভোকেট আব্দুর রাজ্জাক খান বক্তব্য রাখেন।

 তিনি বলেন, দেশে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। শুধু পতনই নয় ১৬ বছরের স্বৈরাচার ক্ষমতায় থেকেও তাকে গোপনে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এই আন্দোলনে দেশের মেধাবী শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ নিহত হয়েছে। আমাদের কালুখালী উপজেলার একজন নিরীহ মানুষ ঢাকার সাভার ছোট্ট একটি ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করতো তাকেও এই স্বৈরাচার হাসিনা সরকার নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তার রুহের মাগফেরাত কামনায় আজকের এই আয়োজন। কোরবান শেখ যেন জান্নাতবাসী হয় আমরা সেই কামনা করছি।

 এ সময় অন্যান্যর মধে কালুখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোসলেম উদ্দিন মিয়া, রতনদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডল ও বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু প্রমুখ বক্তব্য দেন।

 আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কোরবান শেখের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com