কালুখালী উপজেলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালুখালী প্রতিনিধি || ২০২৪-০৯-০১ ১৫:০৬:২০

image

সারাদেশের ন্যায় গতকাল ১লা সেপ্টেম্বর রাজবাড়ী জেলার কালুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 এ উপলক্ষে সকালে উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন এডভোকেট আব্দুর রাজ্জাক খানের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 বিকেলে কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশে শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত কামনা এবং বন্যায় যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক লায়ন এডভোকেট আব্দুর রাজ্জাক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 অনুষ্ঠানে তিনি বলেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে অতীতের গ্লানি মুছে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে একত্রিত হয়ে দলকে সুসংগঠিত করে আগামী দিনের পথ চলতে হবে। 

 এ সময় কালুখালী উপজেলা বিএনপির সদস্য সচিব মোসলেম  উদ্দিন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান আলী, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাইফুল, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, যুবদলের সদস্য সচিব ডাঃ জাকির হোসেনসহ কালুখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহিম।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com