রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরী ঘাটে ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ।
গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে দৌলতদিয়া ৪ নম্বর ফেরী ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে ভাঙ্গনরোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা।
এর আগে গত ৩১শে আগস্ট রাত দেড়টার দিকে দৌলতদিয়া ৪ নম্বর ফেরী ঘাটে ভাঙ্গন শুরু হয়। এরপর রাত ২টা থেকে ঘাটটিতে যানবাহন চলা বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে দৌলতদিয়ার চারটির মধ্যে মাত্র দুটি ফেরী ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্মীদের দাবী, ভাঙ্গনে ৫০ ফুটের মতো অংশ নদীতে বিলীন হয়েছে। এতে ৪ নম্বর ফেরী ঘাটসহ আশপাশের বসতভিটা ও দোকানপাট ঝুঁকিতে পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বাণিজ্য মোঃ সালাহ উদ্দিন বলেন, দৌলতদিয়ায় ৪টির মধ্যে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল ছিল। এখন দুটি ঘাট সচল রয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত ঘাটটি সচল করতে বিআইডব্লিউটিএকে অনুরোধ জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ বলেন, ভাঙ্গন ঠেকাতে জরুরী মেরামত করতে বলগেটে বালু এনে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। ঘাট চালু করতে আমরা যতদ্রুত সম্ভব কাজ করছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com