বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন স্বৈরাচার বিদায় নেয়ার পরে কোন ধরণের মসিবতে যেন জাতি না পড়ে, এজন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। দেশ আমাদের সবার। রাজবাড়ী ও ফরিদপুর জেলাকে আপনারা পাহারা দিবেন। রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, যেভাবে সাড়ে ১৫ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করে গেছি। ইনশাআল্লাহ ন্যায় সত্য ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন অব্যাহত থাকবে।
কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক উপহার প্রদান শেষে ঢাকায় ফেরার পথে গতকাল ১লা সেপ্টেম্বর বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান আরও বলেন, চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে। এটি হলো আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী রাস্তা, সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু আনহুর রেখে যাওয়া আমানতের রাস্তা, খুলাফায়ে রাশেদিনের রাস্তা, আমাদের এই পথে সরে আসতে হবে, এই রাস্তা ধরেই বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ। এই পথে জনতা আসলেই শান্তি, সেই শান্তি সবাই পাবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শান্তি পাবে আপামর জনসাধারণ। আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য অব্যাহত লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সাহায্য করুন। এ রাস্তা ধরে বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ। এ জন্য আমাদের সকলের প্রস্তুতি নিতে হবে। যে দিন এ রাস্তা চলে আসবে সে দিনই বাংলাদেশে শান্তি কায়েম হবে।
পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন, ফরিদপুর জেলা আমীর মোহাম্মদ বদর উদ্দিন, রাজবাড়ী জেলা সেক্রেটারী মুহাম্মাদ আলীমুজ্জানসহ অন্যান্য নেতৃবৃন্দ আরো উপস্থিত ছিলেন। পথসভায় রাজবাড়ী জেলা আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলামের সমাপনী বক্তব্য রাখেন।
এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রাজবাড়ী জেলার সাংবাদিকদের সাথেও চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।
রাজবাড়ী জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম জানান, কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে ঢাকা ফেরার পথে দৌলতদিয়া ঘাটে স্বল্প পরিসরে পথসভায় বক্তব্য রাখেন আমীরে জামায়াত। রাজবাড়ী জেলা জামায়াত তার আগমন উপলক্ষে সর্বস্তরের জনশক্তি সাথে নিয়ে পথসভাকে সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com