রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল ২রা সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলা পরিষদের পুকুরে পেনামাছ অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
উপজেলার ৪টি জলাশয়ে মোট ৩১০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
এ সময় রাজবাড়ী জেলার অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল রাজীব, কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com