রাজবাড়ীতে ডিপিইও’র দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-০৪ ১৫:০২:১১

image

 রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার(ডিপিইও) অহীন্দ্র কুমার মন্ডল ও অফিস সহকারী জাকির হোসেনের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গতকাল ৪ঠা সেপ্টেম্বর বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

 এতে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি আঞ্জুমান আরা খানের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূইয়া, উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম টুকু, প্রধান শিক্ষক মমতাজ বেগম, নাসিমা বেগম, জান্নাতুল ফেরদৌস, সম্পা প্রামানিক, হামিদুর রহমান খান, সহকারী শিক্ষক রুবেল মন্ডল, ইব্রাহীম ভূইয়া, আব্দুর রহমান, মনিরা আক্তার বিথি, মালেক, সোলাইমান খলিফা, শাহানাজ বেগম, অরূপ রতন দে, এনামুল হক, রিনা পারভীন, পলাশ আহমেদ ও নাসিরা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

 মানববন্ধনে জেলার ৫াট উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।

 মানববন্ধনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডলকে অপসারণের ৭ দিনের সময় বেঁধে দেন শিক্ষকরা।

 মানববন্ধনে শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল ও তার অফিস সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে বলেন, অহীন্দ্র মন্ডল রাজবাড়ীতে যোগদানের পর থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। শিক্ষকদের বদলি করতে মোটা অংকের টাকা ঘুষ দিতে হয়। টাকা ছাড়া তিনি কোনো ফাইলে সই করেন না। শিক্ষকরা মাসে সামান্য যে বেতন পান তা দিয়ে সংসারই চলে না। তার উপর ঘুষ দিলে খুবই কষ্টকর পর্যায়ে পড়তে হয়। এমনকি শিক্ষকরা চিকিৎসার জন্য বাইরে যেতে চাইলেও তাকে ঘুষ দিতে হয়। শিক্ষকদের সাথে খুবই বাজে আচরণ করেন তিনি। অসম্মান করেন। যা খুবই দুঃখজনক। এভাবে দিনের পর দিন চলে আসছে। তার কারণে শিক্ষক সমাজ অতিষ্ঠ হয়ে পড়েছেন। কোনো শিক্ষক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন নিয়মের বেড়াজালে ফেলে হয়রানী করেন। এতে শিক্ষকেরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার এই অপকর্মের সহযোগী হিসেবে কাজ করেন অফিস সহকারী জাকির হোসেন।

 বক্তারা আরও বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। ফলে শিক্ষকদের প্রয়োজনীয় কাজে কালক্ষেপণ হয়। তার এহেন কর্মকান্ড জেলার প্রধান শিক্ষা কর্মকর্তা হিসাবে এই জেলার প্রাথমিক শিক্ষার মানকে ক্ষুন্ন করছে। শিক্ষকদের অনলাইন বদলিতেও চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও তিনি ওই শিক্ষকের অনুমোদন দেন না। বদলির অনলাইন আবেদন সঠিক সময়ে প্রেরণ করেন না। নতুন শিক্ষকের পদায়নেও তিনি মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে থাকেন।

 মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে বিভিন্ন শ্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবু কায়সার খানের কাছে স্মারকলিপি জমা দেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

 জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আপনারা যে স্মারকলিপি দিলেন সেই বিষয়গুলো আমরা বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com