রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদে গতকাল ৫ই সেপ্টেম্বর সুবিধাভোগীদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রি করা হয়েছে।
সকালে পাট্টা ইউপির নতুন প্যানেল চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পাট্টা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ রমজান আলী, ট্যাগ অফিসার মোঃ সাইফুল ইসলাম, টিসিবির ডিলার নাজির ট্রেডার্সের মালিক, এস.এম নাজির উদ্দিন, ইউপি মেম্বার মোঃ ময়েন উদ্দিন,অতুল চন্দ্র সরকার, আবু তাহের মিয়া, সামছুর রহমান বিশ্বাস, মোছাঃ রাফেজা বেগম, মোঃ ফিরোজ খান, মোঃ দুলাল শেখ, জাকির হোসেন, রুপসী বেগম, আলেয়া খাতুন ও হাছিনাসহ গ্রাম পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, পাট্টা ইউপির টিসিবি’র সুবিধাভোগীর সংখ্যা ১ হাজার ২৭৬ জন। ৪৭০ টাকায় প্রত্যেকের ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি করে চাল প্রদান করা হয়।
পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম ও ট্যাগ অফিসারের প্রতিনিধি এলজিইডি, পাংশার কার্যসহকারী আব্দুর রাজ্জাক সার্বক্ষণিক উপস্থিত থেকে কার্যক্রম মনিটরিং করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com