রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল ৫ই সেপ্টেম্বর বিকেলে পাতুরিয়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত, আহতদের সুস্থতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে ও বিএনপি নেতা মোঃ আনিস মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লায়ন এডঃ আব্দুর রাজ্জাক খান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শওকত সরদার, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনুল হাবীব, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাস, শাওরাইল ইউনিয়ন বিএনপির নেতা সাবেক মেম্বার আক্কাস আলী, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, কালুখালী উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডাঃ জাকির, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, সাওরাইল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান, সাওরাইল ইউনিয়ন যুবদল নেতা হাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের মধ্য দিয়ে দেশে একটি নতুন বিজয় অর্জিত হয়েছে। এই বিজয় উপভোগ করতে হবে। বিএনপি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা ও তাদের পুজা পার্বণে যেন কোন ব্যাঘাত না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com