আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দের বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় বিএনপি নামধারীরা চাঁদাবাজি, দখলবাজি ও মাদক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে।
গতকাল ৫ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ প্রেসক্লাব চত্ত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুর ইসলাম মুন্নু মোল্লাকে দায়ী করে বক্তারা বলেন, ৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে দৌলতদিয়া যৌনপল্লী ও মাদক ব্যবসায়ীদের হতে শুরু করে টেম্পু ষ্ট্যান্ড, স্পীডবোট ঘাট এবং বিভিন্ন স্পটে দখলদারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে হচ্ছে। আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি এ সকল কার্যক্রমের সাথে যারাই জড়িত হোন না কেন তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন। একই সাথে দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারি করলে তার বহিস্কারের দাবীও করেন বক্তারা।
তারা আরও বলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির নির্দেশে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়ার নেতৃত্বে ৮টি ইউনিট আজ সুসংগঠিত এবং তাদের নেতৃত্বে আমরা অবিচল কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আগামীতে আমাদের নির্বাচন করতে হবে, ভোটে বিজয়ী হতে হবে এবং সরকার গঠন হবে। সেই জন্য আমরা আমাদের নেতার নির্দেশে কোন বিদ্বেষ চাই না। আসেন আমরা একই পতাকা তলে রাজনীতি করি। কোন সংঘাত চাইনা।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক সানোয়ার আহমেদ সানু, পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জান কামরুলসহ সকল ইউনিয়ন, পৌর বিএনপির সভাপতি-সম্পাদক এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ৪ই সেপ্টেম্বর গোয়ালন্দ প্রেসক্লাব চত্ত্বরে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অপর অংশের নেতৃবৃন্দরা। ওই সংবাদ সম্মেলনে বিএনপির হারুন-আসলাম গ্রুপের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com