বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে রাজবাড়ীতে শহীদী মার্চ কর্মসূচী পালন

সুজন কুমার বিষ্ণু || ২০২৪-০৯-০৫ ১৫:৩৮:১৪

image

 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের একমাস পূর্তি ও গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজবাড়ীতে ‘শহীদী মার্চ’ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

 এ উপলক্ষে গতকাল ৫ই সেপ্টেম্বর বেলা ১২টায় রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীতে শহীদদের স্মরণে বিভিন্ন শ্লোগানসহ প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। শোক র‌্যালীটি বড়পুল প্রদক্ষিণ করে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

 এরপর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়।

 উল্লেখ্য, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদী মার্চ’ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com