রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী।
গতকাল ৬ই সেপ্টেম্বর সকালে শতাধিক যুবক ও এলাকাবাসী নিজ নিজ বাড়ী থেকে দা, কাঁচি, কুড়াল, কোদাল নিয়ে এসে কবরস্থানটি পরিষ্কার করার কাজে অংশ নেন।
স্থানীয়রা জানায়, গোয়ালন্দের পৌর কেন্দ্রীয় কবরস্থানটি দীর্ঘদিন পরিস্কার-পরিচ্ছন্ন না করায় কবরস্থানটি লতাপাতায় পরিপূর্ণ হয়ে যায়। এমন পরিস্থিতি দেখে স্থানীয় যুবক আসাদুল আলম সুজনসহ বেশ কয়েকজন ফেসবুকে কবরস্থানটি পরিস্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ জানিয়ে স্বেচ্ছাশ্রমে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তাদের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় সকলে পরিস্কারে অংশ নেন।
পরিচ্ছন্ন কাজে অংশ নেয়া গোয়ালন্দ পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, স্থানীয় যুবক আসাদুল আলম সুজনসহ কয়েকজন জানান, এমন একটি মহৎ কাজ করতে পেরে নিজের কাছে ভালো লাগছে। কবরস্থানে আমাদের অনেক মুরুব্বী চির নিদ্রায় শায়িত। তাই কবরস্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। এজন্য দায়িত্ববোধ থেকে আমরা স্বেচ্ছায় কাজ করছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com