গোয়ালন্দে দুর্নীতিবাজদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবীতে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ

মোক্তার হোসেন || ২০২৪-০৯-০৬ ১৫:১৭:৫৭

image

 ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও দুর্নীতিবাজদের গ্রেফতারসহ বিভিন্ন দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গতকাল ৬ই সেপ্টেম্বর বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সমাবেশে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী করা হয়।

 ইসলামী আন্দোলন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ মেহের মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা আমিনুল ইসলাম কাসেমী। 

 মুজাহিদ কমিটি গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে ইসলামী আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মুজাহিদ কমিটির উপজেলা শাখার সভাপতি মোঃ কোরবান আলী, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল আলিম, মুজাহিদ কমিটির উপজেলার ইমাম-কাম অডিটর মাওলানা সালাহ উদ্দিন ও ইসলামী যুব আন্দোলন উপজেলার সভাপতি হাফেজ হুমায়ুন আহমাদসহ অন্যান্যরা বক্তব্য দেন।

 এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশে ও জেলা উপজেলার নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ উপস্থিত ছিলেন।

 বক্তারা বলেন, গত ১৫বছরে আওয়ামী দুঃশাসনে যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সরকারী কোষাগারে জমা করতে হবে। দুর্নীতিবাজদের গ্রেফতার ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে অন্তঃবর্তিকালীন সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

 তারা আরো বলেন, আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছেন, বিএনপিকে ক্ষমতায় দেখেছেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন। কোনো দলই এ দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারেনি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি কেউই। তাই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান তারা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com