উজানচরে জামায়াতে ইসলামীর নৈরাজ্য বিরোধী আলোচনা ও সহযোগী সম্মেলন

মইনুল হক মৃধা || ২০২৪-০৯-০৭ ১৫:১১:১৯

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নৈরাজ্য বিরোধী আলোচনা ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ৭ই সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উজানচর ইউনিয়ন শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকারী প্রফেসর আব্দুত তাওয়াব। 

 বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সহকারী সেক্রেটারী ও উজানচর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ শামসুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম, জেলা নায়েবে আমির মোঃ হাসমত আলী হাওলাদার, জেলার সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সৈয়দ আহমেদ, গোয়ালন্দ উপজেলা জামায়াতে আমির মোঃ গোলাম আজম মীর, পৌর জামায়াতে সভাপতি মোঃ জালাল উদ্দিন আহমেদ ও জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উজানচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম উজ্জল।

 প্রধান অতিথির বক্তব্যে আব্দুত তাওয়াব বলেন, ১৫-১৬ বছরে এই মজলুম দল হলো জামায়াতে ইসলামী। এই স্বৈরাচারী সরকার শুধু জামায়াত ইসলামীকে ধ্বংস করে নাই, তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয় এই স্বৈরাচারী সরকার জামায়াতের ৬জন নেতাকে জেলে রেখে তাদের মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। এর বদলা হিসেবে সাধারণ জনগণকে তারা এ দেশের মাটি থেকে ইসলামীর নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিলো। কিন্তু তারা পারেনি। এজন্য মহান রাব্বুল আলামিন কাউকে ছাড় দেননি। এতো পাপ করেছিলো এর পাপ্য হিসেবে গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী জালিম সরকারের পতন হয়েছে। দেশ আজ স্বাধীন। সবাই আজ যার যার স্থান থেকে মন থেকে কথা বলতে পারছে। হক, সত্য, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর আন্দোলন চলবে ইনশাআল্লাহ। 

 অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরনকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ আহমেদ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com