সহকারী আ্যটর্নি জেনারেল কাজী রহমান মানিক বলেছেন, আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। স্বপ্নগুলো যদি ভালো হয়, তাহলে আল্লাহতায়ালা অবশ্যই বাস্তবায়ন করবে। শেখ হাসিনা সরকার ১৬বছরে দেশে হত্যা, নির্যাতন ও গুম করেছে। দেশের মানুষ তা মনে রেখেছে। আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ সরকার। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছে বিধায় ফ্যাসিবাদী শেখ হাসিনার হাত থেকে দেশ আজ মুক্ত হয়েছে। দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা।
গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে ঢাকা থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নিজ বাড়ীতে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা জনগণকে ভালোবাসবো। দেশকে ভালোবাসবো। অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি সরকার গঠন করবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com