রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ নামে একটি সংগঠন।
গতকাল ৮ই সেপ্টেম্বর দুপুরে সংগঠনটির গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে গোয়ালন্দ প্রপার হাইস্কুল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান পারভেজের আমন্ত্রণে অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজনীন সুলতানা রুনা, পরিচালক মামুন পারভেজ, পরিচালক নাঈমুল হক রাসেল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজ মুন্সী, জাগ্রত কর্মী অপূর্ব সাহা দ্বিজেন, সুধীর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম জুনা, মোঃ ফরিদুল ইসলাম ও গোলাম মোস্তফা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com