রাজবাড়ীর কালুখালীতে সাবেক সংসদ সদস্য কে এম আইনুল হাবীবের নেতৃত্বে নৌ ভ্রমণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল ৮ই সেপ্টেম্বর সকাল দশটায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট থেকে একটি ট্রলারযোগে শতাধিক নেতাকর্মী নিয়ে পদ্মা নদীতে নৌ ভ্রমনে যান আইনুল হাবীব। ট্রলারযোগে নৌ ভ্রমনে বের হয়ে নাজিরগঞ্জ উদয়পুর সাতবাড়িয়া গিয়ে জোহরের নামাজ ও দুপুরের খাওয়া দাওয়া করেন বিএনপির এসব নেতাকর্মীরা। পরে সন্ধ্যা ৭টায় সাদার চর কৃষ্ণনগর বিজয়নগর সালেপুর হয়ে পুনরায় আবার হিরু মোল্লার ঘাটে এসে নৌ ভ্রমন শেষ করেন তারা।
দিনব্যাপী এই নৌ ভ্রমণে কেএম আইনুল হাবীব ছাড়াও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সিসহ কালুখালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com