রাজবাড়ীতে সেনাবাহিনী-পুলিশ-র‌্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ পেট্রোলিং অব্যাহত রয়েছে:-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-০৮ ১৫:১১:০৫

image

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে। 

 জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বক্তব্য রাখেন।

 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সঞ্চালনায় সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, রাজবাড়ী ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুনুর-উর-রশিদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রুবেল মোল্লা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসিফুর রহমান, রাজবাড়ী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমনাথ বসু তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন।

 এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট আকিব আহমেদ আফনান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ, জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ রহমত আলী, রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা শিল্প একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 সভাসমূহে রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আমি সদ্য পুলিশ সুপার হিসেবে রাজবাড়ী জেলায় যোগদান করেছি। আমি নিজেকে খুব সৌভাগ্যবান করছি যে, সদ্য যোগদান করেই আমি আপনাদের সাথে জেলার সর্বোচ্চ মিটিং এ অংশগ্রহণ করেছি। আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৫ই আগস্টের আগে ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে। তাদের শোকসন্তপ্ত পরিবারের ওপর গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত আছেন তাদের দ্রুত রোগমুক্তি কামনা করছি। আমি যেহেতু সদ্য এই জেলায় যোগদান করেছি তাই এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তেমন অবগত নই। আমি আমার জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে বসবো। তাদের সাথে বসে এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জেনে ও আপনাদের সাথে কথা বলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ গড়তে যেখানে যেভাবে সংস্কার ও পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি যেহেতু নতুন যোগদান করেছি আমার জন্য সকলে দোয়া করবেন।

 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটি জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ কমিটি। বর্তমানে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমাদের সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথ পেট্রোলিং অব্যাহত রয়েছে। আশা করি রাজবাড়ীতে যে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে সেটা সামনের দিনে অধিকতর আরও শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসবে। আজকের মিটিং-এর মাধ্যমে আমরা রাজবাড়ীর যে তিনটি পৌরসভা রয়েছে তাদেরকে আমরা বলে দিব ডেঙ্গু মশা নিধনের যে ঔষুধ বা স্প্রে রয়েছে তা যেনো ব্যবহার করে। সেই সাথে যেকোনো অবৈধ স্থাপনা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে জানালে আমরা অভিযান পরিচালনা করবো।

 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com