কলিমহর ইউনিয়নে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

মোক্তার হোসেন || ২০২৪-০৯-১২ ১৫:৩৪:০০

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে গত ১১ই সেপ্টেম্বর বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে(পিআর) জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কলিমহর ইউনিয়ন শাখা এ কর্মসূচির আয়োজন করে। 

 কলিমহর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ডাঃ মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মন্ডলের উপস্থাপনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মোঃ আবু ইউসুফ বক্তব্য রাখেন।

 গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাঈন, পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির, পাংশা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন মানিক, রাজবাড়ী জেলা শ্রমিক ইউনিটের দপ্তর সম্পাদক মাওলানা ফরিদ ইবনে জামান, ইসলামী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও আজিজপুর রশিদিয়া কওমী মাদরাসার মুহতামিম মোঃ ইয়াসির আলী বিশ্বাস ও রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোঃ আঃ রহিম সুমন বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে মুফতি মোঃ আব্দুস সামাদ, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ আরাফাত হুসাইন, ক্বারী মোঃ জাফর উল্লাহ, মাওলানা মোঃ বেল্লাল হোসেন, ক্বারী মোঃ সাইফুল ইসলাম ও হাফেজ মাওলানা মোঃ ইউছুফ আলী প্রমূখ বক্তব্য রাখেন। ইসলামী সংগীত পরিবেশন করেন এম ওমর ফারুক। পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ সালমান হোসেন।  

 বক্তারা বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চরমোনাইয়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের পাশে থাকার আহবান জানান। কলিমহর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকসহ ইসলাম ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com