গাজীপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দের সন্তান রিয়াজ শেখ(২৫)।
রিয়াজ শেখ গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাঁচুরিয়া গ্রামের সৌদি প্রবাসী রাজ্জাক শেখের ছেলে। তিনি উপজেলার পরিচিত একজন তরুণ ক্রিকেটার ছিলেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনিই সবার বড়।
পারিবারিক সূত্রে ও রিয়াজের মামা মোয়াজ্জেম হোসেন বলেন, গত ৯ই সেপ্টেম্বর পারিবারিক কাজে এক বন্ধুর সাথে গাজীপুরের কালিয়াকৈর যায় রিয়াজ। সেখানে মোটর সাইকেল ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয় সে। এরপর গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি দেখে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১১ই সেপ্টেম্বর দিবাগত রাত ১১টায় অপারেশন চলাকালীন সময়ে তার মৃত্যু হয়।
গতকাল ১২ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় উপজেলার কাটাখালী এম এস ক্লাব মাঠে জানাজা শেষে চর পাঁচুরিয়া চৌধুরী পাড়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাযায় শত শত মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।
রিয়াজ বর্তমানে ফরিদপুরে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান দারাজের ডেলিভারি ম্যানের কাজ করার পাশাপাশি ভালো একজন খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। রিয়াজের অকাল মৃত্যুতে পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com