বালিয়াকান্দিতে যুবদলের বিজয় সমাবেশ অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২৪-০৯-১৩ ১৫:৪২:৫০

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন যুবদলের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১৩ই সেপ্টেম্বর বিকেলে টেম্পুস্টান্ডে বহরপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বহরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রায়হান মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আল রাহিন মাসুমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, যুগ্ম-আহবায়ক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান ও সদস্য সচিব কামরুজ্জামান কামরুল বক্তব্য রাখেন।

 সমাবেশে অন্যান্যদের মধ্যে বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন মন্ডল, বহরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান শেখ ববি প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com