বালিয়াকান্দি ইউএনও অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম আসলাম সড়ক দুর্ঘটনায় নিহত

সোহেল মিয়া || ২০২৪-০৯-১৫ ১৫:২৬:২২

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম আসলাম(৫৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

 গত ১৪ই সেপ্টেম্বর বিকেলে মাহেন্দ্রাযোগে টাঙ্গাইলের বিখ্যাত গোপালপুর মসজিদ দেখতে যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

 বর্তমানে তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 নিহতের চাচাতো ভাই নাসির উদ্দিন শেখ জানান, এস এম আসলাম গত ১৩ই সেপ্টেম্বর তার একমাত্র পূত্র আয়াতুল ইসলামের টাঙ্গাইলের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে তিনি গত ১৪ই সেপ্টেম্বর বিকেলে মাহেন্দ্রাযোগে টাঙ্গাইলের বিখ্যাত গোপালপুর মসজিদ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 গতকাল ১৫ই সেপ্টেম্বর বাদ যোহর মরহুমের নিজ জন্মস্থান বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com