স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার ৩জন শহীদদের তালিকা প্রনয়ণ করেছে জেলা প্রশাসন।
গত ১৫ই সেপ্টেম্বর সকাল ১০টায় এ সংক্রান্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ছাত্র জনতার গণঅভ্যুত্থান শহীদদের তালিকা যাচাই-বাছাইকরণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা যাচাই-বাছাইকরণ সংক্রান্ত রাজবাড়ী জেলা শাখার সভাপতি সিদ্বার্থ ভৌমিক।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব উপজেলা থেকে নিহত শহীদদের তালিকা দাখিল করেন।
সভায় বালিয়াকান্দির উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ সাগর আহম্মেদ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ হন। পরে তাকে তার নিজ গ্রাম বিলটাকাপোড়া কবরস্থানে দাফন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম বলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর নতুন বাজার গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ আব্দুল গণি মিয়া বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোরে মৃত্যুবরণ করেন। পরে তাকে রাজবাড়ী সদরের খানখানাপুর আল-আমীন দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোঃ মেহের শেখের ছেলে মোঃ কুরমান শেখ বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে সাভার নিউ মার্কেট সংলগ্ন মাছ বাজারের পিছনে গুলিবিদ্ধ হন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে রতনদিয়া গঙ্গানন্দপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, এমআইএস স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণিত সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে শহীদদের খসড়া তালিকার ডাটাবেজে কালুখালীর কুরমান শেখকে সাভার উপজেলার বাসিন্দা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তার বর্তমান ঠিকানা সাভার উপজেলা হলেও তার স্থায়ী ঠিকানা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামে।
সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকার ডাটাবেজ সংশোধন করে মোঃ কুরমান শেখকে রাজবাড়ী জেলার শহীদদের তালিকায় লিপিবদ্ধ করার প্রস্তাব করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com