রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গায় ওএমএসের(ওপেন মার্কেট সেল) চাল কালোবাজারে বিক্রি করতে গিয়ে গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে ২৬০ কেজি চাল ও ১৫০ কেজি আটা জব্দ করেছে থানা পুলিশ।
গতকাল ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যার পর রাজবাড়ী শহরের ২নম্বর বেড়াডাঙ্গা এলাকায় ওএমএসের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। এ সময় সুকৌশলে পালিয়ে যায় ডিলার এবং তার ব্যবসায়িক পার্টনার।
স্থানীয়দের অভিযোগ রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গার প্রবেশমূলে ওই ডিলার পয়েন্টে দীর্ঘদিন ধরে কার্ডধারীদের কাছে চাল ও আটা বিক্রি না করে কালোবাজারে বিক্রি করা হতো।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকেলে বস্তা পরিবর্তন করে ৪ বস্তা চাল রিক্সযোগে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নেওয়ার সময় ওই রিক্সাটিকে আটক করে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে খবর দেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।
খবর পেয়ে জেলা খাদ্য কর্মকর্তা ওই ডিলারের গোডাউনে এসে আরো ৩বস্তা আটা এবং আরো ৪বস্তা চাল অতিরিক্ত দেখতে পেয়ে তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসককে বিষয়টি জানান।
এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
ডিলার মহসিন মৃধা জানান, তার নামে লাইসেন্সটি হলেও মূলত ব্যবসা করতেন তার আত্মীয় ও পার্টনার মোঃ সালাউদ্দিন। নিজের নামে লাইসেন্স হওয়ায় এখন তিনি ফেঁসে যাচ্ছেন বলে দাবী করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com