ফিলিস্তিন ভূখন্ডে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক || ২০২৪-০৯-১৯ ১৪:৪৯:৩৮

image

 ফিলিস্তিন ভূখন্ডে ১২ মাসের মধ্যে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ এবং এতে অ-সম্মতির জন্য নিষেধাজ্ঞা আরোপের দাবি সম্বলিত একটি প্রস্তাবে গত ১৮ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ভোট দিয়েছে।

 জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবটিতে পক্ষে ১২৪টি এবং বিপেক্ষ ১৪টি ভোট পড়ে। ৪৩টি দেশ ভোট দানে বিরত থাকে। ফিলিস্তিনি প্রতিনিধি দল প্রস্তাব গৃহিত হওয়াকে ‘ঐতিহাসিক’ বলে ঘোষণা করেছে।

 এদিকে গাজা যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার প্রাক্কালে প্রস্তাবটি গৃহিত হয়েছে। 

 প্রস্তাবটি প্রথম উপস্থাপন করে ফিলস্তিনি প্রতিনিধি দল। এতে অবিলম্বে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলের অবৈধ উপস্থিতি বন্ধের দাবি জানানো হয়। প্রতিনিধি দল এ জন্যে ১২ মাসের বেশি সময় বেঁধে না দেয়ার আহ্বান জানায়। যদিও আগের একটি খসড়ায় ছয় মাস সময় দেয়া হয়েছিল।

 তবে ইসরাইল প্রস্তাবটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমার্স্টেইন এক্স-এ বলেছেন, এটি বাস্তবতা বিবর্জিত একটি বিকৃত সিদ্ধান্ত যা সন্ত্রাসবাদকে উস্কে দেবে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। 

 কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়ে একে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতির প্রতিফলন বলে মন্তব্য করেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com