রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর আয়োজনে গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে প্রাক্তণ ছাত্র দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন ও বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ বদর উদ্দিন বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌরসভার আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত আলী, রাজবাড়ী সদরের আমীর মাওলানা সৈয়দ আহমেদ, বালিয়াকান্দি উপজেলার আমির আব্দুল হাই জোয়ার্দ্দার, বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী খন্দকার মনির আজম মুন্নুসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা এবং পৌর শাখার সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com