রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বসত বাড়ীতে রিক্সা-অটোরিক্সা চোর সিন্ডিকেটের চোরাই মালামালের সন্ধান পাওয়ার পর মালামাল হরিলুটের ঘটনায় বাঁধা দেওয়ায় সোহাগ মন্ডল(৩০) নামে এক যুবকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে লুটকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ মন্ডল গোয়ালন্দ ঘাট থানায় ৪জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ২জনের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলো- যদু ফকির পাড়া কেরু মন্ডলের ছেলে শাহীন মন্ডল(৪০), বেপারী পাড়া গ্রামের কাশেম মন্ডলের ছেলে কাউছার মন্ডল(৩১), ওমর আলী মোল্লা পাড়া গ্রামের হাবি মন্ডলর ছেলে আরিফ মন্ডল(২৫), যদু ফকির পাড়া কেরু মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল (৩৫)।
জানা গেছে, গত ১৯শে সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া এলাকায় অটোরিকশা চুরি করার সময় বেলায়েত ফকির নামে চোর চক্রের একজনকে আটক করে স্থানীয় জনতা। পরের দিন ২০শে সেপ্টেম্বর সকালে ইউনিয়নের সোনাউল্লা ফকির পাড়ায় তার বাড়ীতে তল্লাশি করে অটোরিকশার বিভিন্ন মালামাল দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল গিয়ে অটো, ভ্যান, রিকশার বিভিন্ন যন্ত্রাংশ দেখতে পান। চোর চক্রের মূলহোতা বেলায়েত ফকির ও তার জামাতা আলম ফকির এবং তাদের সহযোগি তারা ফকিরসহ সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে অটো, ভ্যান, রিকশা চুরি করে এনে তাদের বাড়ীতে খুলে খুলে বিক্রি করতো। পুলিশ চোর চক্রের মূলহোতা বেলায়েত ফকিরকে ধরে নিয়ে আসার পর থেকে ওই বাড়ীতে চোরাই যন্ত্রাংশসহ বাড়ীর অন্যান্য মালামাল হরিলুট করতে শুরু করে বিক্ষুব্ধ জনতা। হরিলুটে বাঁধা দেয়ায় সোহাগ মন্ডলকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
সোহাগ মন্ডল বলেন, অটোরিকশা চোর চক্র বরকত সরদার পাড়ার বেলায়েত ফকিরকে আটক করার পর গত ২০শে সেপ্টেম্বর সকালে আমি ওই বাড়ী দেখতে গেলে জাহাঙ্গীর মন্ডল(৩৫) আমাকে বাড়ীর মধ্যে যেতে বাঁধা দেয়। এ সময় আমার পিতা আমাকে ওই বাড়ী থেকে নিয়ে আসে। পরে ওই বাড়ী থেকে জাহাঙ্গীর রিক্সাযোগে মালামাল নিতে চাইলে আমি বাঁধা দেই। পরবর্তীতে রাত ১০টায় আমি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঔষধ কিনে রিক্সাযোগে বাড়ী ফেরার পথে ৩টি মোটর সাইকেলে ৬/৭ জন এসে আমার ওপর হামলা করে। আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকলে রিক্সায় গিয়ে কোপগুলো লাগলে আমি প্রাণে বেঁচে যাই। এ সময় আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে মোটর সাইযোগে চলে যায়। আমি প্রাণ বাঁচাতে এবং আমার নিরাপত্তার জন্য গোয়ালন্দ ঘাট থানায় এসে অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com