কালুখালীর মাধবপুরে চোর সন্দেহে ১ব্যক্তিকে গণপিটুনি॥হাসপাতালে মৃত্যু

কালুখালী প্রতিনিধি || ২০২৪-০৯-২১ ১৫:৩৬:৪৫

image

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাধবপুর বাজারে গতকাল ২১শে সেপ্টেম্বর ভোর রাতে চোর সন্দেহে নাজমুল মোল্লা(৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 নিহত নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত আহম্মদ মোল্লার ছেলে। সে ভ্যান চালানোর পাশাপাশি ভাঙ্গুরীর ব্যবসা করতো বলে পরিবার দাবী করেছে।

 কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গতকাল শনিবার ভোর ৪টার দিকে কালুখালী উপজেলার হরিণবাড়িয়ার চরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক মোটর চুরির সময় নাজমুল ও তার বিয়াই নজরুলসহ ৩জনকে ধাওয়া করে স্থানীয়রা লোকজন। এ সময় নজরুলসহ অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও নাজমুল পালাতে পারেনি। পরে স্থানীয় জনতা তাকে মাধবপুর বাজারে এনে গণপিটুনি দেয়। সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

 নিহতের স্ত্রী আন্না বেগম(৩৫) জানায়, গত ১৭ই সেপ্টেম্বর আমার স্বামী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে আমার মেঝ মেয়ের বাড়ীতে বেড়াতে যায়। গত ২০শে সেপ্টেম্বর দিনগত রাত ৩টার দিকে আমার আত্মীয় বাড়ীতে ঘুমানোর সময় ৪/৫ জন মানুষ তাকে ডাকাডাকি করে। এরপর ১০/১২ জন মানুষ এসে তাকে চোর সন্দেহে বেদমভাবে পিটিয়ে মারপিট করে। আমার মেয়ে-জামাই দেখেছে তাকে কারা মেরেছে। গতকাল শনিবার সকালে তারা আমার স্বামীকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে পালিয়ে যায়। হাসপাতালের নার্সরা তাকে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 আন্না বেগম আরো জানায়, আমার স্বামী অন্যায় করলে প্রশাসনের হাতে তুলে দিতো, এভাবে কেন মেরে ফেলা হলো। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।

 কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ মেহেদী হাসান জানান, গতকাল ২১শে সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কয়েকজন লোক আহত অবস্থায় নাজমুলকে হাসপাতালের গেটের সামনে রেখে যায়। এরপর তিনি নিজেই হেঁটে চিকিৎসার জন্য আমাদের কাছে আসেন। এসব রোগীর ক্ষেত্রে পুলিশকে অবগত করতে হয়। আমরা নিয়ম মেনে সেটা করে চিকিৎসা শুরু করি। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তার সাথে কোন লোক না থাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা সম্ভব হয়নি। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা করতে থাকি। দুপুরের দিকে সে মারা যায়।

 কালুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাহেদুর রহমান জানান, চোর সন্দেহে নাজমুলকে গণপিটুনিতে গুরুতর আহত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যায়। ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 নিহত নাজমুলের বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ৬টি চুরি, ৩টি ডাকাতির প্রস্তুতি, ১টি মাদক আইনের এবং বালিয়াকান্দি থানায় একটি মামলা রয়েছে। এছাড়াও পালিয়ে যাওয়া বিয়াই নজরুলের বিরুদ্ধে রাজবাড়ী ও মধুখালী থানায় ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com