পাংশায় নার্সদের ‘স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালন

মোক্তার হোসেন || ২০২৪-০৯-২২ ১৫:৩৪:৪৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গতকাল ২২শে সেপ্টেম্বর সকালে নার্সদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 মানববন্ধন কর্মসূচিতে নার্স কর্মকর্তারা বলেন, আজ আমরা এখানে দাঁড়িয়েছি ‘স্টে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ড’ আমাদের এক দফা দাবি নিয়ে। বর্তমানে আমাদের দেশে নিবন্ধিত নার্স ও মিডওয়াইফারির সংখ্যা প্রায় এক লক্ষ। তন্মধ্যে সরকারি খাতে কর্মরত নার্স ও মিডওয়াইফারির সংখ্যা মাত্র ৪৭ লাখ। যা দেশের জনসংখ্যার তুলনায় অপ্রতুল। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতায় প্রথম শ্রেণীর (৯ম থেকে ৪র্থ গ্রেডে) ৮৫৯টি পদের মধ্যে ৬শ’টি পদ নিয়মিত পদোন্নতি না দেওয়ায় দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিদ্যমান নিয়োগ বিধিমালা (২০১৬) অনুসারে নিয়মিত পদোন্নতি পেলে নার্স ও মিডওয়াইফারিগণ আজ মহাপরিচালক পদে অধিষ্ঠিত হতেন।

 বর্তমানে সরকারী পর্যায়ে ৫৪ জন নার্স দেশ-বিদেশে পিএইচডি এবং ৪ হাজার ৪৪০ জন মাস্টার্স এবং ৭ হাজার ২৯৫ জন বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের অনেকে চাকুরির সময়কাল ২০-৩৫ বছরের অধিক হলেও নিয়মিত পদোন্নতি না পাওয়ায় তারা এখনও এন্ট্রি পোস্টে (১০ম গ্রেডে) কর্মরত আছেন।

 সরকারের উন্নয়ন ও সংস্কারের অংশ হিসেবে নার্সিং ও মিডওয়াইফারি সেবা ও শিক্ষায় আধুনিকায়নে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তাদের পদায়ন করে অধিদপ্তর এবং কাউন্সিলের কার্যক্রম গতিশীল ও মানোন্নয়ন অপরিহার্য।

 কর্মসূচিতে নার্সিং ও মিডওয়ইফারি পেশার উন্নয়নে নার্সদের গতিশীল নেতৃত্বের গুরুত্বারোপ করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ উক্ত পদে উচ্চ শিক্ষিত, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন নার্স ও মিডওয়াইফারিদের পদায়নের যৌক্তিক দাবি তুলে ধরা হয়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফ নার্স, নার্স কর্মকর্তাসহ অন্যান্য নার্সরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com