শিক্ষার্থীদের উজ্জীবিত করতে রাজবাড়ীর ইউএনও’র উদ্যোগ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৪-০৯-২৩ ১৫:৩৬:৪৫

image

 শিক্ষার্থীদের পড়ালেখায় উজ্জীবিত করতে ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী সদরের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ রবিউল আলম।  
 তিনি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় উজ্জীবিত করতে তাদের মাঝে বিতরণ করছেন শিক্ষা সামগ্রী।
 এরই অংশ হিসেবে গতকাল ২৩শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তিনি সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। সেখানে তিনি ‘নো ইউর পটেনশিয়াল’ নামক একটি সেশন করান শিক্ষার্থীদের। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণও করেন।
 জানা গেছে, ইউএনও রবিউল আলম রাজবাড়ী সদরে যোগদানের পরই রাজবাড়ী সদর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করে তদারকিসহ নানা উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের জড়তা কাটাতে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব গঠন করেছেন। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন, শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও শরীর চর্চাসহ ক্লাসে শিক্ষকরা শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করছেন তা তদারকি করছেন। এতে করে শিক্ষার্থীরা উদ্যোমী হওয়াসহ শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সাথে নিয়মিত মতবিনিময় সভাও করছেন।
 এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় উজ্জীবিত করতে আমরা শিক্ষায় কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। ছাত্র-ছাত্রীদের উজ্জীবিত করতে ‘নো ইউর পটেনশিয়াল’ শীর্ষক অধিবেশন চালু করেছি। এ অধিবেশনে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এতে ছাত্রছাত্রীরা সরাসরি ইউএনও’র সঙ্গে তাদের মতামত শেয়ার করতে পারছে। এছাড়াও প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। জোর দেওয়া হয়েছে বই পড়ার প্রতি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
 তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রম চালু করেছি। যে ছাত্র-ছাত্রীটি সবসময় পেছনের বেঞ্চে বসে সেও যেন সামনের বেঞ্চে বসতে পারে আমরা এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী প্রদান করছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com