বানীবহে ভোক্তার অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-২৫ ১৬:৫৪:২৮

image

পণ্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারে গতকাল ২৫শে সেপ্টেম্বর দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, প্রতিষ্ঠান দুটি হলো- মুন্সী স্টোর ও আকবর স্টোর। এর মধ্যে পণ্যের মোড়ক, ইত্যাদি ব্যবহার ও সংরক্ষণ না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে মুন্সী স্টোরকে ৫হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে আকবর স্টোরকে ৬হাজার টাকা জরিমানা করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com