দৌলতদিয়ায় যৌনকর্মীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা

মইনুল হক মৃধা || ২০২৪-০৯-২৬ ১৫:১৬:৪৬

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৬শে সেপ্টেম্বর বেলা ১১টায় বেসরকারী প্রতিষ্ঠান অসহায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় অসহায় নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।

 এ সময় গোয়ালন্দ ঘাট থানার সাব ইন্সপেক্টর মোঃ আব্বাস উদ্দিন, কেকেএস প্রজেক্ট ম্যানেজার মোঃ শাহাদৎ হোসেন, কেকেএস প্রজেক্ট কোর্ডিনেটর রুমা খাতুন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মোঃ মজিবুর রহমান খান জুয়েল, গণমাধ্যম কর্মী মোঃ সাজ্জাদ হোসেনসহ গোয়ালন্দ ঘাট থানার অন্যান্য সদস্য ও যৌনকর্মীরা উপস্থিত ছিলেন।

 যৌনকর্মীদের মধ্যে পূর্ণিমা বেগম, শাহনাজ পারভীন ও মর্জিনা বেগম ময়না বর্তমান পরিস্থিতিতে যৌনপল্লীর বিভিন্ন সমস্যার কথা উপস্থিত অতিথিবৃন্দদের মধ্যে তুলে ধরেন এবং তাদের সহযোগিতা কামনা করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com