রাজবাড়ীতে জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-২৬ ১৫:১৭:৩৩

image

রাজবাড়ীতে জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

 গত ১৮ই সেপ্টেম্বর রাজবাড়ী শহরের পৌর অনুপম সুপার মার্কেটের ৩য় তলায় সংগঠনের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে মোঃ ফরিদ মাহমুদকে আহ্বায়ক ও মোঃ মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মাইক্রোবাস কার মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সাবেক সেক্রেটারী মোঃ মনিরুজ্জামান মোস্তাক বক্তব্য রাখেন।

 মীর মোকাররম হোসেন পান্নুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মোঃ মোহন মিয়া, মোঃ জসিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ মিলন মুন্সী ও রিপন মোল্লা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন মোঃ সাহিদ শেখ।

 মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান মোস্তাক বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতায় ছিল। এই দীর্ঘ সময়ে আপনাদের অনেকেই অন্যায় অত্যাচার ও হয়রানীর শিকার হয়েছেন। এখন আপনারা মুক্ত। এখন আপনারা স্বাধীনভাবে আপনাদের কাজকর্ম করতে পারবেন। এখন আর কেউ আপনাদের নির্যাতন করবে না, হয়রানী করবে না। আপনারা সংঘবদ্ধ থাকবেন। আগামীতে সবাই একত্রিত হয়ে কাজ করবেন।

 আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোঃ মোহন মিয়া, মোঃ ফরহাদ হক, মীর মোকাররম হোসেন পান্নু ও সদস্য মোঃ সাহিদ শেখ, মোঃ রিপন মোল্লা, মোঃ জসিম খান, মোঃ জহুরুল সরদার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মোঃ শামিম মোল্লা, মোঃ মিলন মুন্সি, মোঃ আনোয়ার হোসেন, আরিফ ও মোঃ ফরিদ মোল্লা।

 

 

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com