রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে গতকাল ২৬শে সেপ্টেম্বর বিকালে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়ারউ রহমান ও ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া শেষে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য খোন্দকার শফিউল আজম শিবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ম-আহবায়ক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, ছাত্রদল নেতা সবুজ মাহমুদ, নিবিড় হাসান রচি ও রোরহান উদ্দিন তুষার বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ থেকে একটি মিছিল বের হয়ে বালিয়াকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com