রাজবাড়ীতে ৪৪০ মন্ডপে হবে দুর্গাপূজা ব্যস্ত সময় পার করছেন প্রতীমা শিল্পীরা

সুজন কুমার বিষ্ণু || ২০২৪-০৯-২৬ ১৫:১৯:২২

image

আর অল্প কিছুদিন পরই অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মন্দিরগুলোতে চলছে প্রতীমা তৈরির কাজ।

 প্রতীমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছে রাজবাড়ীর প্রতীমা শিল্পীরা। তারা দিন-রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করেছে প্রতীমাগুলো। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে।

 রাজবাড়ী শহরের বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায় বাঁশ, কাঠ, খর আর কাঁদামাটি দিয়ে প্রতীমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। ইতোমধ্যে লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক, ময়ূর, পেঁচা, দেবী দুর্গার কাজ শেষ হলেও সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে এসব প্রতীমা শিল্পীরা।

 বেশ কিছু মন্দিরে প্রতীমা তৈরির প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন সেগুলো শুকানোর পর দেওয়া হবে রং তুলির আঁচড়, সাজানো হবে বিভিন্ন অলংকারে।

 রাজবাড়ী শহরের বিনোদপুর সার্বজনীন শীতলা পূজা মন্দিরে গিয়ে দেখা যায় প্রতীমা তৈরি করছে বিজয় পাল। তিনি বলেন, মৌসুম এলেই কাজের চাপ বেড়ে যায়। তাছাড়া সারা বছর বসেই থাকতে হয়। এ বছর আমি ৭টি মন্দিরের প্রতীমা তৈরির কাজ পেয়েছি। সব কিছুর দাম বাড়লেও গতবছর থেকে এ বছরে অনেক মন্দির থেকে মজুরি কম পাচ্ছি। আমার সাথে তিন জন হেলপার কাজ করছে।

 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বলেন, রাজবাড়ী জেলাতে এবার ৪৪০টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। মন্দিরে মন্দিরে চলছে মাটির কাজ, কিছু মন্দিরে মাটির কাজ শেষ হয়েছে। এরপরই শুরু হবে রংয়ের কাজ। আগামী ৯ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ১৩ই অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে এবাবের দুর্গোৎসব।

 পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, জেলার অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮জন ও গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৬জন এবং সাধারণ পূজা মন্ডপে ৪জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশের টহল টিম ও সাদা পোষাকে পুলিশ সদস্যরা সার্বক্ষনিক কাজ করবেন। এছাড়া জেলা পুলিশের সিনিয়র অফিসারগণ সার্বক্ষণিক পূজা মন্ডপগুলো পরিদর্শন করবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com