বালিয়াকান্দিতে সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ

তনু সিকদার সবুজ || ২০২৪-০৯-২৮ ১৫:২৩:২৫

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সন্ত্রাস এবং চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। 

 গতকাল ২৮শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক মোঃ বাচ্চু মন্ডল, ফরিদ আহম্মেদ আশিক, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, যুবদল নেতা মাহমুদুল হাসান শিমুল, অসিম মন্ডল, আসাদুজ্জামান, কুতুব উদ্দিন ও সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি। বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিছু নামধারী সাবেক নেতারা দলের নাম ভাঙ্গিয়ে, দলকে কুলসিত করতে সাধারণ জনগনকে জিম্মি করে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও চাঁদাবাজী করছে। যা বিএনপির চোখে ধরা পড়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ দেশের সাধারন জনগন যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কোন সন্ত্রাস, চাঁদাবাজ দল না। জিয়ার আদর্শের দল। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বালিয়াকান্দি থেকে সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com