পাংশা উপজেলার কসবামাজাইলে গড়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন

প্রতিনিধি || ২০২৪-০৯-২৮ ১৫:২৩:৪৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুরে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সেনাবাহিনীর সহায়তায় বন্ধ করে দিয়েছে প্রশাসন।

 জানাগেছে, গড়াই নদীতে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তানজীল ও লক্ষীপুর গ্রামের সাগরসহ বেশ কয়েকজন নদী থেকে বালি উত্তোলন করে বিক্রি করে আসছিল। 

 গত ২৭শে সেপ্টেম্বর দিনভর ভেকু মেশিন দিয়ে বালি কেটে তা বিক্রি করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবগত করলে রাতেই যৌথ অভিযানে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসন। অবৈধ বালি উত্তোলন বন্ধ হওয়ায় এলাকাবাসী প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। 

 এ ব্যাপারে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তানজীল হোসেন বলেন, আমরা বালু উত্তোলন করছিলাম রাতেই প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে। আমরা বৈধভাবে কাগজপত্র করে বালু উত্তোলন করার চেষ্টা করছি। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com