রাখাইন রাজ্যে সংঘাতের কারণে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশী নাগরিক

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-২৮ ১৫:২৪:১৪

image

মায়ানমান থেকে দেশে ফিরছেন ৮৫জন বাংলাদেশী। গতকাল ২৮শে সেপ্টেম্বর মিয়ানমারের রাখাইনের সিটওয়ে বন্দর থেকে এসব নাগরিক বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সফররত মিয়ানমারের নৌ জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাবাসিতদের বহন করবে। প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ২৯শে সেপ্টেম্বর ভোরের মধ্যে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 উল্লেখ্য, ৮৫ জন প্রত্যাবর্তনের মধ্যে ২৬ জন মাওলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন কাইকমারও কারাগারে এবং বাকিরা রাখাইনের বাসিন্দা। ফেরত আসাদের অধিকাংশই (৫৬) কক্সবাজার, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার এবং অন্যরা বাংলাদেশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী এবং ঢাকা জেলার।

 ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিত্তওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের প্রচেষ্টার কারণে বাংলাদেশী নাগরিককে আরো একটি দলকে তাদের পরিবারের কাছে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। গত ১৫ মাসে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে ৩৩২ বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠানোর জন্য সমন্বয় করেছে। শেষ প্রত্যাবর্তন হয়েছিল চলতি বছরের ৮ই জুন। তখন ৪৫ জন বাংলাদেশী দেশে ফিরেছিলেন। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিটওয়ে তাদের পরিচয় যাচাইকরণ, ট্রাভেল পারমিট প্রদান এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সমন্বয় করেছে   -প্রেস বিজ্ঞপ্তি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com