অনিয়ম, নৈরাজ্য, লুটপাট, অস্বচ্ছতা ও কিছু শিক্ষকদের অপেশাদার আচরণসহ শিক্ষার্থীদের প্রাপ্ত অধিকার না পাওয়ায় প্রিন্সিপাল এবং জড়িতদের সকলের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দবিতে মানববন্ধন রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
গতকাল ২৯শে আগস্ট সকাল সাড়ে ১০টায় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ সাইদ খান, একাদশ শ্রেণির ছাত্র রাহাত হোসেন মোঃ ফয়সাল আহমেদ ও মোঃ সিয়াম আহমেদ সহ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে ছাত্র-ছাত্রীরা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
পরবর্তীতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছাত্র-ছাত্রীদের সামনে সকল বিষয়ে বক্তব্য দেন এবং তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com