ভারতের মহারাষ্ট্রে মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বহরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৪-০৯-২৯ ১৫:৪৫:৫৫

image

 ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক ইসলাম ও  রাসূল (সাঃ) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকাল ৫টায় বহরপুর বাসষ্ট্যান্ডে বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) এবং সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে এ প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 সমাবেশের আগে বহরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে বাজার রেলগেট পর্যন্ত একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) এবং বহরপুরের সর্বস্তরের তাওহীদি জনতা অনুসারীরা।
 সমাবেশে হাফেজ মাওলানা আবু মুছার সঞ্চালনায় ও বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসা ও এতিমখানা (হিফজ বিভাগ) মুহতামীম মুফতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বহরপুর হাট জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ সাইফুর রহমান, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুস সামাদ, ক্বারী সুলতান আহমেদ, হাফেজ মোঃ ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তাগণ বলেন, ভারত মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক নবী(সাঃ) কে কটুক্তি ও বিজেপির সংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এদেশের মাটিতে মাজার ভাঙ্গার প্রতিবাদ জানাচ্ছি। যদি কোনো ব্যক্তি মাজারে খারাপ কাজ করে, তবে তার বিচার হবে। 
 সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বহরপুর একালার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসার শিক্ষক, মাওলানা, মুফতি, হাফেজ, খতিব, ইমাম, ছাত্র, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com